রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
ধর্ম

শুক্রবার বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন, ৫ দফা দাবি

লাইভ নারায়ণগঞ্জ: সন্ত্রাস ও দুর্নীতির কবর রচনা করতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আগামী ২৬ সেপ্টেম্বর রাজপথে নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরেও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি। জুমার নামাজের পর ডিআইটি চত্বর থেকে এই মিছিল বের করা হবে। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং বৈষম্য দূর করা।

আজ বাদ মাগরিব নগর কার্যালয়ে এক জরুরি সভায় এই কর্মসূচির ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

মুফতি মাসুম বিল্লাহ জানান, তাদের এই বিক্ষোভ মিছিল পিআর (Proportional Representation) পদ্ধতিসহ ৫ দফা দাবির আলোকে যুগপৎ আন্দোলনের অংশ। দাবিগুলো হলো: জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

মুফতি মাসুম বিল্লাহ সকল নেতাকর্মী এবং তৌহিদী জনতাকে উক্ত মিছিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

সভায় মুফতি মাসুম বিল্লাহ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমাদের এই মিছিলকে সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি সন্ত্রাস ও দুর্নীতির কবর রচনায় সোচ্চার থাকারও আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সহ-সভাপতি মাও. হাসান ইমাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, সমাজকল্যাণ সম্পাদক মুহা. শফিকুর রহমান প্রমুখ।

RSS
Follow by Email