মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
রাজনীতি

শুক্রবার না.গঞ্জে বাসদ‘র জনসভা ও লাল পতাকা মিছিল

প্রেস বিজ্ঞপ্তি: বাসদের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭ তম বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জনসভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আগামী ২৯ নভেম্বর (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে জনসভা অনুষ্ঠিত হবে। সেই সাথে শহরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

বাসদ নারায়ণগঞ্জ জেলা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বাসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বর্তমান কেন্দ্রীয় উপদেষ্টা দেশের বিশিষ্ট বামপন্থি চিন্তাবিদ কমরেড খালেকুজ্জামান, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখবেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদের জেলা কমিটির সদস্য বেলায়েত হোসেন, এম এ মিল্টন, এস এম কাদির। বাসদ জেলা আহ্বায়ক নিখিল দাস জনসভায় উপস্থিত থাকার জন্য নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।

RSS
Follow by Email