শনিবার, অক্টোবর ১১, ২০২৫
রাজনীতি

শুক্রবার একটি ইসলামী দলের চরিত্র উন্মোচিত হয়েছে: টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু একটি ইসলামী দলকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন যে, আজ শুক্রবার তাদের রাজনৈতিক চরিত্র উন্মোচিত হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, কোনো দল যদি দরজায় দরজায় গিয়ে ধর্মীয় প্রতীক ব্যবহার করে ভোট চায় এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেয়, তবে তারা ধর্মকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কি না।

শুক্রবার বিকেলে মুছাপুর ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই এড. আবু আল ইউসুফ খান টিপু মুছাপুর ইউনিয়নের সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শীতলক্ষা ও ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া এই অঞ্চলে প্রচুর পূজা মণ্ডপ ও সনাতন ধর্মাবলম্বীর তীর্থস্থান রয়েছে। এই অঞ্চলের মানুষ জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। তিনি দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন যে, এই অঞ্চলের মানুষ সবসময় বিএনপির পাশে থাকবে।

তিনি বন্দর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের উদ্দেশে বলেন, “কাগজে-কলমে পরিকল্পনা করা যথেষ্ট নয়; কাজের বাস্তব চর্চাই ফলবতী।” তিনি নেতাকর্মীদের জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজ-খবর নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন। অন্যথায়, ভবিষ্যতে আরও কঠিন পরিণতির সম্মুখীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে টিপু একটি ইসলামী দলকে কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, “আজ শুক্রবার একটি ইসলামিক দল তাদের প্রকৃত চরিত্র উন্মোচন করেছেন। তাদের মিছিল থেকে আমরা কিছু সতর্কতামূলক সংকেত দেখতে পেয়েছি।”

তিনি প্রশ্ন তোলেন, “মিছিল থেকে যে বক্তব্যগুলো শোনা গেল—পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করা হবে না এমন কথা এবং ‘দরজায় দরজায় গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার মতো আওয়াজ’—এগুলো দেখে প্রশ্ন জাগে: ধর্মকে কি আপনরা ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন?” তিনি ওই দলটির স্বাধীনতার সার্বভৌমত্ব ও দেশের সংবিধান সম্পর্কে ধ্যান-ধারণা নিয়েও প্রশ্ন তোলেন।

টিপু সতর্ক করে বলেন, যদি ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন কোনো কৌশল বা ষড়যন্ত্রের কারণে ব্যাহত হয়, তবে জনগণ ভুলে যাবে না এবং এর রাজনৈতিক প্রতিক্রিয়া কঠোর হবে।

এড. টিপু নেতাকর্মীদের উদ্দেশে চূড়ান্ত নির্দেশ দিয়ে বলেন, আমাদের কাজ হবে পরিষ্কার: দলীয় ঐক্য বজায় রেখে জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের আস্থা পুনরুদ্ধার করা, সৎ ও স্বচ্ছ রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করা এবং যে কোনো ধরনের ধর্মীয় ও জাতীয় মৌলিক অধিকার লঙ্ঘনকারী প্রয়াস থেকে জনগণকে রক্ষা করা।

শেষে তিনি ওয়ার্ড লেভেলে সংগঠন জোরদার করে মাঠে নামা এবং মানুষের ভরসা অর্জনের নির্দেশ দেন।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা ছিলেন এড. আবু আল ইউসুফ খান টিপু। মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।

RSS
Follow by Email