রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসদর

শীতার্তদের সহায়তায় কাজ করছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

লাইভ নারায়ণগঞ্জ: প্রবল শৈত প্রবাহ জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে ছিন্নমুল ও দরিদ্র মানুষেরা শীত বস্ত্রের অভাবে বেশ কষ্টে দিনাতিপাত করছে। শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নেতা কর্মীরা শীতার্ত মানুষের জন্য নগদ অর্থ ও শীতবস্ত্র সংগ্রহে নেমেছে।

রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় শহরের বিভিন্ন মার্কেট ও পথচারীদের থেকে নগদ অর্থ ও শীতবস্ত্র সংগ্রহ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ। আগামী কয়েকদিন তাদের এ কাজ অব্যাহত থাকবে। সংগৃহীত অর্থ ও শীতবস্ত্র উত্তরবঙ্গের দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হবে। যারা সহযোগিতা করতে চান, তারা ২নং রেলগেইট বাসদ কার্যালয়ে বা সংগটনের আহ্বায়ক সাইফুল ইসলাম (০১৭৮১—৭৩৬৮৭৯) ও সাধারণ সম্পাদক নাছিমা আক্তার (০১৯২৩—৭১৭৮৬৬) এর সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।

RSS
Follow by Email