বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
Led04রাজনীতি

শীতার্তদের মাঝে মহানগরী জামায়াতের শীতবস্ত্র বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: গরিব অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে মহানগরী জামায়াতের পূর্ব থানার নেতাকর্মীরা। সোমবার (৬ জানুয়ারি) বিকালে জামতলা ঈদগাহ মাঠে এ শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে জামায়াতের নারায়ণগঞ্জ পূর্ব থানা আমীর, মহানগরী শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ পূর্ব থানা সেক্রেটারী হাফেজ মাওলনা কামরুল হোসাইন এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগর নায়েবে আমীর মাওলানা মো: আব্দুল কাইয়ুম।

উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর অন্যতম শূরা কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ পূর্ব থানা তদারককারী জনাব মো: সাঈদ তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, জামায়াতে ইসলামী জনকল্যাণ ও ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র কায়েম করতে চায়। তাই, সারা বাংলাদেশে আমাদের সংগঠন সামর্থানুযায়ী অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে।আপনরা দোয়া ও সহযোগিতা করবেন। সভায় বিশেষ অতিথি বলেন মানুষের দূর্দশা লাগবে সাধ্যানুযায়ী জামাতে ইসলামি চেষ্টা করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে থানা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, সাহায্য উপহার আপনাদের বাসায় পৌছে দেয়া প্রয়োজন ছিল, ইসলামের সরকার প্রতিষ্ঠাহলে আপনাদের ঘরেঘরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে, থানার সহ সেক্রেটারী, নজরুল ইসলাম আব্দুসসালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ করে সভাপতির বক্তব্যে মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।

RSS
Follow by Email