বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
জেলাজুড়েসদর

শীতার্তদের মাঝে আদর্শ নাগরিক ফাউন্ডেশনের কম্বল বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: জেলা প্রশাসনের সহযোগিতায় আদর্শ নাগরিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় নগরীর আলী আহমদ চুনকা মিলনায়তনের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুহাম্মদ ইকবাল হোসেনের সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, আনসার বিডিপির সদস্য হুমায়ুন আমিনীসহ সংগঠনের কর্মীরা।

এসময় নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক বলেন, প্রতিবছরেই শীত পূর্বের তুলনায় বাড়ছে কিন্তু শীতার্তদের পাশে দাঁড়ানোর লোক বাড়ছে না। ধনী মানুষের এই নারায়ণগঞ্জে এতো ব্যবসায়ীরা আছেন যে তারা একটু একটু সহযোগিতা করলে এখানে বস্ত্রের অভাবে কারো কষ্ট হবে না। তাই শুধু প্রশাসন বা জনপ্রতিনিই নয় সকল স্থরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন।

অনুষ্ঠান সমাপ্তি কালে আদর্শ নাগরিক ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, এ বছর সংগঠনের পক্ষ থেকে তিনশতাধিক শীতার্ত মানুষকে কম্বল দেয়া হয়েছে। গেল ১৩ বছর ধরে এ কর্মসূচি হয়ে আসছে। এর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল উদ্দেশ্য। আগামী বছরে এ পরিসর আরও বাড়ানোর পাশাপাশি নারায়ণগঞ্জের সামাজিক নানা সংকটে পাশে থাকবে সংগঠনের কর্মীরা।

RSS
Follow by Email