বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led05ধর্ম

শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব: মুফতি মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাতে রেলস্টেশন, ১নং রেলগেইট আশপাশ এলাকায় রাতে অসহায়দের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব, সদস্য মো. মোস্তফা তালুকদার, যুবনেতা আ. মতিন হাবিবী।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, প্রচণ্ড শীতে আমরা ঘরের ভিতরে কম্বল ছাড়া ঘুমাতে পারি না অথচ দেখা যায় অনেক মানুষ ঠান্ডা ফ্লোরে হালকা কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছে। এদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

RSS
Follow by Email