বুধবার, জুলাই ২, ২০২৫
Led04শিক্ষা

শীতলক্ষ্যা সেতুর মুখ পরিবর্তনে না.গঞ্জ কলেজের আবেদন

লাইভ নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত কদমরসুল সেতুর পশ্চিমাংশের মুখ নারায়ণগঞ্জ কলেজের সামনে না করার আবেদন জানিয়ে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ কলেজ কর্তৃপক্ষ। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজার নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি ফারুক আহমেদ, মাসুম বিল্লাহ, শরীফ মোহাম্মদ আরিফ, রবিউল ইসলাম ও বরুন কুমার ভট্টাচার্য।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, কদমরসুল সেতুর পশ্চিম পাড়ের মুখ নারায়ণগঞ্জ কলেজের সামনে নামার খবরে কলেজ পরিবার দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছে। কারণ কালীরবাজার ও ফলপট্টি এলাকা এমনিতেই শহরের অন্যতম ব্যস্ততম স্থান। এই এলাকায় নারায়ণগঞ্জ হাই স্কুল ও নারায়ণগঞ্জ কলেজের মতো দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। এছাড়াও শহরের প্রধান দুই বাজার – কালীরবাজার ও দিগুবাবু বাজার, এবং রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটের সংযোগ সড়কও এই এলাকার পাশ দিয়েই গেছে।

নারায়ণগঞ্জ কলেজে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স মিলিয়ে প্রায় দশ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, মাস্টার্স, এলএলবি সহ বিভিন্ন বর্ষের পরীক্ষা নিয়মিত নারায়ণগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয়। ফলে সারা বছরই কলেজটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এই সকল কারণে সংশ্লিষ্ট এলাকায় সার্বক্ষণিক যানজট লেগে থাকে।

স্মারকলিপিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, এমন পরিস্থিতিতে যদি সেতুর উঠানামার মুখ এখানে হয়, তাহলে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে। নারায়ণগঞ্জের রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দও বিষয়টি অনুধাবন করে ইতোমধ্যেই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তাই নারায়ণগঞ্জ কলেজ পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই নকশা পুনর্বিবেচনা করে সেতুর পশ্চিম অংশের সংযোগপথ অন্যত্র সরিয়ে নেওয়ার জোর আবেদন জানিয়েছে।

RSS
Follow by Email