রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
সদর

শীতলক্ষ্যা নদী দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে সেমিনার অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে পরিবেশ অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে নগরীর আলী আহাম্মদ চুনকা পাঠাগারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক এ.এইচ.এম. রাসেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মুহাম্মদ সোহরাব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক মো. আবুল কালাম আজাদ এবং নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান।

সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মো. সাইফুল আশরাফ এবং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন। এছাড়া, নীট কনসার্ন ও এ ওয়ান পোলার প্রতিষ্ঠানের পক্ষ থেকে জিরো লিকুইড ডিসচার্জ প্লানের ওপর উপস্থাপনা দেওয়া হয়।

সেমিনারটি সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

সেমিনারে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, পরিবেশবিদ, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নদী দূষণ রোধে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

RSS
Follow by Email