বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
জেলাজুড়েরাজনীতিসদর

শীতলক্ষ্যা দুষনরোধে আইনের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরী: অসিত বরণ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, শীতলক্ষ্যা নদী আজ মৃত প্রায়। এই অবস্থা থেকে উত্তরনে শীতলক্ষ্যা নদী দুষন রোধে আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতাও জরুরী।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দ্যা কোকাকোলা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং কর্ড এইড এর বাস্তবায়নে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের উদ্দেশ্যে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। এসময় এক বক্তব্য একথা বলেন কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। র‌্যালিটি মন্ডলপাড়া ব্রিজ থেকে শুরু হয়ে শীতলক্ষ্যার তীরে গিয়ে শেষ হয়।

তিনি আরও বলেন, শীতলক্ষ্যা নদী আজ মৃত প্রায়। নদী তীরবতীর্ বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য ও পলিথিনে নদীর তলদেশে ৩—৪ ফুট জমে আছে। নদীতে দ্রবিভূত অক্সিজেনের পরিমান যেখানে ৫ মিলিগ্রাম থাকার কথা বর্তমানে
সেখানে শূণ্যের কোঠায়। এমতাবস্থায় জলজ ও মৎস সম্পদ উৎপাদন ধ্বংসের মুখে।

RSS
Follow by Email