সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led01বন্দর

শীতলক্ষ্যা থেকে ২ শিশুর লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরের ময়মনসিংহ পট্রি সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে বিল্লাল (৮) ও ইসমাইল (৮) নামের ২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল বন্দর কাজীবাড়ি এলাকার ইকবাল কাজীর বাড়ির ভাড়াটিয়া বাবুল কাজী এবং ইসমাইল পাশের বাড়ির বাদল কাজীর বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নাই। আজ সকালে শীতলক্ষ্যার তীরে তাদের লাশ ভেসে উঠে।

জানা গেছে, বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শীতলক্ষ্যায় গোসল করতে নেমে তারা ডুবে গিয়ে নিখোঁজ হয়।

ঘটনাটি নিশ্চিত করে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিকী জানান, এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

RSS
Follow by Email