মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
Led04সিদ্ধিরগঞ্জ

শীতলক্ষ্যা থেকে উদ্ধার মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা মাথাবিহীন অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত ব্যক্তির নাম হাবিবুর (২৮), তিনি সোনারগাঁও থানার কাঁচপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পিবিআই সুপার মোস্তফা কামাল রাশেদ এই তথ্য জানান। তিনি বলেন, গত ২৭ আগস্ট দুপুরে স্থানীয়রা নদীর তীরে ভাসমান মাথাবিহীন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

পরের দিন পিবিআই প্রযুক্তির সহায়তায় লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে হাবিবুরের পরিচয় নিশ্চিত করে। নিহত হাবিবুরের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মাথা কেটে আলাদা করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাবিবুরের মা ফিরোজা বেগম এবং ভগ্নিপতি মো. জসীম মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।

RSS
Follow by Email