শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led01Led04সিদ্ধিরগঞ্জ

শীতলক্ষ্যায় পৃথক স্থানে দুই লাশ, ১জনের পরিচয় শনাক্ত

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইলো (খাদ্যগুদাম) এলাকা থেকে অজ্ঞাত (৪৫) পুরুষ ও একই দিন দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুরের কুতুবপুর থেকে আরেকটি অজ্ঞাত (২৮) যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে লাশ মর্গে পাঠালে ২৮ বছর বয়সী যুবকের পরিচায় শনাক্ত করে পুলিশ।

শনাক্ত হওয়া মরদেহ যুবকের নাম সাইফুল ইসলাম (২৮)। সে ফতুল্লা এলাকার বাসিন্দা, তিনি ৩ দিন আগে নিখোঁজ হয়েছিলো। শুক্রবার (১৭ জানুয়ারি) তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. আব্দুল মাবুদ।

ইন্সপেক্টর মো. আব্দুল মাবু জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পৃথক দুইটি স্থান থেকে শীতলক্ষ্যা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে লাশ দুটির শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশ দুটি ৪-৫ দিনের আগে হবে। লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, রাত পৌনে ৯টায় পর্যন্ত উদ্ধার হওয়া লাশের কোন পরিচয় সনাক্ত করা যায়নি। তবে সকালে ২৮ বছর বয়সী যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। সে ফতুল্লা এলাকার বাসিন্দা। আমরা ইতোমধ্যে তার পরিবারের সাথে যোগাযোগ করেছি। ময়নাতদন্ত শেষ হলে ফতুল্লা থানায় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া অপর লাশটি একজন বৃদ্ধের। আমরা তার পরিচয় শনাক্তে কাজ করছি।

RSS
Follow by Email