শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কার আশঙ্কায় ট্রলারের যাত্রীদের নদীতে ঝাঁপ
লাইভ নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের সাথে ট্রলারের ধাক্কা লাগার আশঙ্কায় নদীতে ঝাঁপ দিয়েছেন যাত্রীরা। সোমবার (১৯ মে) দুপুর দেড়টায় শহরের টানবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নৌ থানা পুলিশের ওসি আমিনুল হক জানায়, এমভি আখতার হোসেন-১ নামের একটি কার্গো জাহাজের সাথে সংঘর্ষের শঙ্কায় ট্রলারটির প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেন। তবে আশপাশের লোকজন দ্রুত দুটি ট্রলার নিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন। এখন পর্যন্ত কেউ নিখোঁজ নেই। তবে নিখোঁজের কোনো অভিযোগ পেলে নদীতে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।