বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
Led03সিদ্ধিরগঞ্জ

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা রাকিব (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।  শুক্রবার রাত ৯ টার দিকে লক্ষ্মীনারায়ণ বর্ণালী ঘাট সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে সদর নৌ-পুলিশ।

নিহত রাকিব সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডস্থ গোদনাইল এলাকার ভাড়াটিয়া খোরশেদ আলমের ছেলে। সে সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা সদর নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সবুর মিয়া জানান, মরদেহটি দুপুরে ভেসে উঠেছিল। তবে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এরপর তাৎক্ষণিকভাবে এখানে এসে মরদেহটি উদ্ধার করি। নিহত ওই কলেজছাত্র নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়েছিল বলে প্রাথমিক ধারণা করছি।

এদিকে, বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করে শনিবার সকালে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, দুই বন্ধু গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। লাশ আজ সকালে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email