সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03জেলাজুড়েবন্দর

শীতলক্ষ্যায় অজ্ঞাত লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বরফকল ঘাট এলাকায় আকিজ সিমেন্ট কারখানার পাশ থেকে সকাল সাড়ে ১১টায় ওই লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে যাওয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া লাইভ নারায়ণগঞ্জকে জানান, সকাল সাড়ে ১১টায় অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করা হয়। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে লাশটিকে প্রেরণ করা হয়। এসময় তার কাছ থেকে একটি মুঠো ফোন উদ্ধার করা হয়। ফোনে বিভিন্ন যোগাযোগের নম্বরে কল দিয়ে নিহতের খবর জানানো হয়। সোনারগাঁয়ের কাঁচপুর থেকে তারা ইতোমধ্যে রওনা হয়েছেন। লাশ শনাক্তকরণ হলে তাদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

RSS
Follow by Email