শীতলক্ষ্যায় অজ্ঞাত যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ: বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকেলে কুড়িপাড়া স্কুল মাঠসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে কাঁচপুর নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠান।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।