শীতলক্ষ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান, ২৩ হাজার অর্থদন্ড
লাইভ নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৪টি নৌযানকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।
এ সময় বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক বাবুলাল বৈদ্যসহ ট্রাফিক পরিদর্শক ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাবু লাল বৈদ্য জানান, নৌ পথে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার ৪ অক্টোবর বিআইডব্লিউটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে বিকাল তিনটা হতে রাত সাতটা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌ পথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গায় নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান চলাকালীন এসময় প্রয়োজনীয় কাগজ পত্রের মাঝে বিআইডব্লিউটিএ কর্তৃক ইস্যুকৃত রুট পারমিট না থাকায় এমভি শাহীন ইমরান জাহাজকে ৫হাজার, এমভি তাইফা জান্নাত জাহাজকে ৫ হাজার, এমভি আলিফ-২ জাহাজকে ৮ হাজার, এমভি বায়তুল্লাহ জাহাজকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।