শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led03আদালতরূপগঞ্জ

শিশু ধর্ষণের দায়ে ‘মৃত্যুদণ্ড’, লাশ গুম করায় ‘পাচঁ বছরের জেল’

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে রোববার (১৭ সেপ্টেম্বর) বিকালে অভিযুক্ত আসামীর উপস্থিতিতে বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। একই সাথে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

একই মামলায় লাশ গুম করায় আসামিকে পাচঁ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোশারফ। সে কেন্দুয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০২১ সালের ২৩ অক্টোবর শিশুকে ধর্ষণ শেষে হত্যা করে আসামি। পরে নিহত শিশুর মা বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করে।

RSS
Follow by Email