বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05সোনারগাঁস্বাস্থ্য

শিশু জান্নাতের মৃত্যুতে কাঁচপুরে শোকের ছায়া

লাইভ নারায়ণগঞ্জ: এডিস মশা বাহিত ভাইরাস ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ বছরের শিশু জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাঁচপুরে। মেয়ে হারা বাবা এবং স্বজনদের কান্নায় যেন কাচঁপুরের আকাশ ভারী হয়ে উঠেছে।কাচঁপুরের সোনাপুর কবরস্থানে বৃহস্পতিবার শিশু জান্নাতুল ফেরদৌসের দাফন হয়।

এর আগে সোনাপুর কবরস্থান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। এতে অংশ নেন হাজার হাজার মানুষ। অংশ নেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, এমপি।

জান্নাতুল ফেরদৌস সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমরের মেয়ে। সে কাঁচপুর মোশারফ ওমর স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

৩০ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১ আগস্ট তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিও) নেওয়া হয়। সেখানে ২ আগস্ট তার মৃত্যু হয়েছে।

নিউজ পড়তে ক্লিক করুন

এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলো ভাইস চেয়ারম্যানের মেয়ে

RSS
Follow by Email