বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led03আদালত

শিল্পপতি জসিম হত্যার ঘটনায় আদালতে রুমা-রুকুর জবানবন্দি

লাইভ নারায়ণগঞ্জ: শিল্পপতি জসিম হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দি দিয়েছে রুমা ও রুকু। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে জেলা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলীর আদালতে এ স্বীকারোক্তি রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান ।

আদালতে পরকীয়া প্রেমিকা রুমা ও তার বন্ধবী রুকু ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে ঘটনার বিস্তারিত উল্লেখ করেন।

রুমার দাবি, কাফরুলের তিনটি কক্ষের একটি ফ্ল্যাট নিয়ে তার ছোট বোন, বান্ধবী, ভাবী ও তার বাচ্চা বসবাস করেন। এই বাসায় আসার পর জসিম উদ্দিন মাসুমকে দুধের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করা হয়। অচেতন অবস্থায় দুই দিন থাকার পর মঙ্গলবার একটি কক্ষের বাথরুমে নিয়ে হত্যার পর লাশ ১১ টুকরা করা হয় জসিম উদ্দিন মাসুমকে। রুমার এক বন্ধুকে দিয়ে দুটি ব্যাগ নিয়ে আসার পর দুটি ব্যাগের ভিতরে সাত টুকরা রূপগঞ্জের একটি লেকের পাড়ে এবং অন্য চারটি অংশ ৩০০ ফিট এলাকায় একটি কাশবনে ফেলে দেয় রুমা। এরপর রুমার ভাষ্য মতে বৃহস্পতিবার রুমার দেয়া তথ্যের ভিত্তিতে কাশবন থেকে জসিম উদ্দিন মাসুমের দেহাংশের আরো চারটি টুকরা উদ্ধার করে পুলিশ। হাত, পা ও কোমর থেকে বুকের খণ্ডিত অংশ ছিল পরবর্তী উদ্ধার হওয়া দেহাংশের। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, ব্লেড বনানীর ২০ নম্বর সড়কের একটি বাসায় রেখে আসেন রুমা। পরে ওই বাসায় অভিযান চালিয়ে চাপাতি, ব্লেড ও মাসুমের কিছু কাপড় চোপড় জব্দ করা হয়েছে। যার কিছুই তাদের এই ফ্ল্যাটের অন্যরা এমন লো্মহর্ষক বিষয়টি জানতেই পারে নাই।

RSS
Follow by Email