বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
ক্রীড়াজেলাজুড়েসদর

শিল্পকলা সম্মাননা পেলেন না.গঞ্জের ৫ জন

লাইভ নারায়ণগঞ্জ: জেলা শিল্পকলা একাডেমি আয়োজনে ভিন্ন ক্যাটাগরিতে শিল্পকলা সম্মাননা পেয়েছেন নারায়ণগঞ্জের ৫ জন। আঞ্চলিক সৃজনশীল সংগঠক ক্যাটাগরিতে মুহাম্মদ জালাল উদ্দিন নলুয়া, কন্ঠ সংগীতে নুরুল হক মান্নাহ, যন্ত্র সংগীতে মাসুম আহাম্মেদ, নাট্যকলায় সানাউল্লাহ হক ও লোক সংস্কৃতিতে মিলন হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার (১২ জুন) সন্ধায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকসানা রহমান সামিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, জেলা সিভিল সার্জন এ এফ এম মশিউর রহমান ও নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার দিদারুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার রুনা লায়লা, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার দিদারুল ইসলাম।

RSS
Follow by Email