বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
ক্রীড়াজেলাজুড়েফতুল্লা

শিরোপায় চোখ রেখেছে পাইকপাড়া ক্রিকেট একাডেমী

লাইভ নারায়ণগঞ্জ: দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট লীগে পাইকপাড়া ক্রিকেট একাডেমী ১১০ রানের বড় ব্যবধানে এম.এম.এস ক্রিকেট একাডেমীকে পরাজিত করে শিরোপায় চোখ রেখেছে। বৃহস্পতিবার (২২ মে) এ.কে.এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে সকালে টস জিতে এম.এম.এস অধিনায়ক ফিল্ডিং এ নামেন।

নির্ধারিত ৪০ ওভারে ২০১ রান তুলে জয়ের সুবাস পাচ্ছিল পাইপাড়া। তিথির ১ ছয় ও ১ চারে ১৭ রানে,বিপুল ১ ছয় ও ২ চারে ১৬ রানে ফিরলেও দিপ্ত ৩ চারে করেন ৩৬ রান। অধিনায়ক সৈকত ২ ছয় ও ২ চারে করেন ২৭ রান। মেহেদী ৩৬ রান করেন। রানা ২ ছয়ে করেন ৩২ রান। এম.এম.এস’র অলিউল্লাহ ৩ টি ও সামি ২টি উইকেট পান। ছোট ছোট জুটি পাইকপাড়া ভাল রানের লক্ষ্য পৌঁছায়। জবাব দিতে গিয়ে কোন ব্যাটসম্যানই এম.এম.এস ক্রিকেট একাডেমীকে জয়ের দিকে নিয়ে যেতে পারেনি। শেষের দিকে আসিফ ১৯,সাঈদ ১৭,সাইফুল ১১ রান করেন। এমএমএস’র মেহেদী হাসান ৪টি এবং সুদাদ ৩ উইকেট পান।

পাইকপাড়া ক্রিকেট একাডেমী- ২০১/১০(৪০ ওভার) দিপ্ত-৩৬,মেহেদী-৩৬,রানা-৩২,সৈকত-২৭,থিথির-১৭,বিপুল-১৬,আকরাম ১৩। অতিরিক্ত-২২। অলিউল্লাহ-৩/৩১,সামি-২/১৪।

এম.এম.এস ক্রিকেট একাডেমী- ৯১/১০(২৮.১ ওভার) আসিফ-১৯,সাঈদ-১৭,সাইফুল-১১। অতিরিক্ত-২২। মেহেদী হাসান-৪/২২,সুদাদ-৩/১৯,রানা-২/২৮।

RSS
Follow by Email