শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

শিমরাইলে সড়ক পারাপারের সময় নারীর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
আদমজী-চাষাঢ়া সড়কের শিমরাইল মোড়ে বুধবার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বৃদ্ধা ভিক্ষা করে জীবনযাপন করতেন। ৩০ আগস্ট দুপুরে সড়ক পারাপারকালে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি মৃত্যু বরণ করে। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা মানুষজন পুলিশকে ফোন দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া পিবিআইয়ের উপ-পরিদর্শক মফিজুর রহমান জানান, অজ্ঞাত ওই বৃদ্ধার আঙ্গুল ফেটে যাওয়ার কারণে তার পরিচয় জানা সম্ভব হয়নি এখনো।

ওসি গোলাম মোস্তফা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি। আমরা পিবিআইয়ের মাধ্যমে নাম-পরিচয় জানার চেষ্টা করছি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email