শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতিতে কাজ করবে ছাত্র ফেডারেশন
লাইভ নারায়ণগঞ্জ: শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও মানবিকতার বিনির্মাণে কাজ করার প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জে পরিচিতি সভার আয়োজন করলো বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় সংগঠনের জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে নারায়ণগঞ্জের অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা সংহতি জানাতে উপস্থিত ছিলেন।
৪৭’ থেকে ২৪’ পর্যন্ত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালনের মাধ্যমে সভা শুরু হয়। জেলার সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেলার সভাপতি সাঈদুর রহমান।
সমাপনী বক্তব্যে জেলার সভাপতি ছাত্রনেতা সাঈদুর রহমান বলেন, “আমরা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে কাজ করে যাব।” তিনি নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনা এবং শ্রমিক অঞ্চলের সমস্যা তুলে ধরেন।
তিনি তাঁর বক্তব্যে তিনটি প্রধান দাবি উত্থাপন করেন, নারায়ণগঞ্জের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। নারায়ণগঞ্জে সরকারি মেডিকেল কলেজ নির্মাণ করতে হবে। শ্রমিক অঞ্চলে কর্মরত মায়েদের সুবিধার্থে ডে-কেয়ার সেন্টার নির্মাণ করতে হবে।
সাঈদুর রহমান আশাবাদ ব্যক্ত করেন, জুলাইয়ের মতো সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে এই দাবিগুলো বাস্তবায়ন সম্ভব হবে।
ছাত্র ফেডারেশনের এই পরিচিতি সভায় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মো:আবুল হাশিম, শুরা সদস্য আলিফ রহমান ফাহাদ এবং প্রশিক্ষণ সম্পাদক নাঈমুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার সজীব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী)-এর দীপা নাগ তন্দ্রা ও জয় হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির মধ্যে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৃজয় সাহা, ইউশা ইসলাম ও তাইরান আবাবিল রোজা, সহ-সাধারন সম্পাদক মৌমিতা নূর ও অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, সহ- সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ সহ জেলা ও শাখা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।