শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
রাজনীতি

শিক্ষা সিলেবাস প্রনয়নে কোন হুতুম পেঁচাকে আসতে দেওয়া হবে না: মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: মহানগ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, শিক্ষা সিলেবাস প্রনয়নে নতুন করে কোন হুতুম পেঁচাকে সামনে আসতে দেওয়া হবে না, বিগত সরকার শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিয়েছে, ইসলামী ভাবধারার সিলেবাসকে তুলে দিয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক ওয়ার্ড প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি। এমতাবস্থায় শিক্ষা সিলেবাস কমিটির মধ্যে ইসলামিষ্ট শিক্ষাবিদকে অন্তর্ভুক্ত করার আহবান জানান।

সভার সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, গত নির্বাচনগুলোতে দেশের মানুষ নিজের মত প্রকাশের স্বাধীনতা পায় নাই, স্বৈরশাসক তারা নিজেদেরকে বারবার ক্ষমতায় রাখার জন্য মানুষের অধিকার হরন করেছে, তাদের বিদায়ের মধ্য দিয়ে মানুষ তার নিজের ভোট নিজেই দিতে পারবে বলে আশা প্রকাশ করেন।

সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম প্রমুখ।

RSS
Follow by Email