সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
Led01সদর

শিক্ষার্থী সীমান্ত হত্যাকান্ডে আসামি আকাশ গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় মোহাম্মদ আকাশ ওরফে সাইদুর রহমান আকাশ (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই নিয়ে শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আকাশ মুন্সিগঞ্জে থানায় বকুলতলা প্রাইমারি স্কুলের নিকটে ওমর মিয়ার ছেলে। বর্তমানে ফতুল্লার কাশিপুরে বসবাস করে আসছিল সে। তার বিরুদ্ধে ফতুল্লা ও সদর থানায় ছিনতাই, চাঁদাবাজি, চুরিসহ ১১টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সদর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) নাসির আহমেদ লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করা হয়। এই হত্যাকান্ডের ব্যাপারে সে জবানবন্দি দিয়েছে, যা পূর্বে অপর আসামি অনিকের জবানবন্দির সাথে মিল পাওয়া গেছে। জবানবন্দির পর আকাশকে হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা ও সদর থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ ১১টি মামলা রয়েছে। শিক্ষার্থী সীমান্ত হত্যাকান্ডে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ্রর আগে, ১২ ডিসেম্বর ভোরে দেওভোগে আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে দুর্বৃত্তরা ওয়াজেদ সীমান্ত ছুরিকাঘাতে আহত করে ছিনতাইকারীরা। গুরুতর আহত সীমান্তকে প্রথমে স্থানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৪ ডিসেম্বর রাতে সীমান্তের মৃত্যু হয়। পরে তার বাবা হাজী মো. আলম পারভেজ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

RSS
Follow by Email