শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05সদর

শিক্ষার্থী সীমান্ত হত্যার বিচারের দাবিতে নগরীতে মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন‘র ব্যানারে চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ওয়াজেদ আলম সীমান্তর হত্যাসহ নারায়ণগঞ্জের সকল হত্যাকান্ডের বিচারের দাবি জানান।

এসময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থী সীমান্ত হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত এখনও হয়নি, কোন আসামিকে আটক করা হয়নি। আমরা শিক্ষার্থী সীমান্ত হত্যার বিচার চাই। নারায়ণগঞ্জের এসপি, ডিসি প্রত্যেককেই এই হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। আমরা তাদের সময় দিচ্ছি, এই হত্যাকান্ডসহ নারায়ণগঞ্জের সকল হত্যাকান্ডের বিচার করুন। আপনারা নারায়ণগঞ্জকে সাধারণ মানুষের জন্য নিরাপদ করুন। সাধারণ শিক্ষার্থীসহ সকল শ্রেণীপেশার মানুষ নিরাপদ বোধ করে সেই ব্যবস্থা করুন।

RSS
Follow by Email