শিক্ষার্থী শিশু আলিফাকে ধর্ষনের পর হত্যার মুল হোতা বাদশা সহ ২ জন গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে শিক্ষার্থী শিশু আলিফাকে ধর্ষনের পর হত্যার মুল হোতা বাদশাকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার ভোররাতে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় বাড়ির ছাড়ের ট্যাংকি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী বাদশার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। পরে সকালে পুলিশ ইমনকে গ্রেফতার ও বিভিন্ন আলামত উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতদের ফাঁসির দাবী জানিয়েছেন নিহতের মা ও এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের বন্দরে দড়ি সোনাকান্দা এলাকার অটোচালক মোঃ আলীর মেয়ে শিক্ষার্থী শিশু আলিফা (১৩) গত রবিবার বিকেলে নিখোঁজ হয়। তারপরদিন সোমবার ভোরে পাশের বাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পাশে একটি বিল্ডিং থেকে দেখা যায় বাদশা তাদের বাড়ির ছাদে ট্যাংকি লুকিয়ে আছে। তার মা তাকে শুকনো খাবার দিচ্ছে। পরে স্থানীয়রা র্যাব-১১ তে খবর দেয়। র্যাব সদস্যরা ভোরে ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছাদ থেকে ট্যাংকি লুকিয়ে থাকা বাদশা (৩৫)কে গ্রেফতার করে। সকালে বিষয়টি জানাজানি হলে উত্তেজিত এলাকাবাসী বাদশার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। বুধবার সকালে র্যাব সদস্যরা বাদশাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ অভিযান চালিয়ে পাশের বাড়ি থেকে ইমন (৩২) কে গ্রেফতার করে। এসময় তার বাড়ি থেকে নিহতের উর্ণা সহ বিভিন্ন আদামত জব্ধ করে।
এ খবর পেয়ে এলাকার শত শত মানুষ ভিড় করে। গ্রেফতারকৃতদে ফাঁসির দাবী জানিয়েছেন নিহতের মা ও এলাকাবাসী।
