বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
Led05শিক্ষা

শিক্ষার্থীরা হচ্ছে বাতি, তারা সুশিক্ষিত হয়ে সমাজে আলো ছড়াবে: শাহেন শাহ

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর ২০ নং ওয়ার্ড সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী ও বার্ষিক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে ওই দোয়া অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পি টি এ’র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আলী সভাপতিত্বে ও শিক্ষার্থীদের সমাপনী ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের বন্দর ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেন শাহ আহাম্মেদ।

শাহেন শাহ আহাম্মেদ বলেন, শিক্ষার্থীরা হচ্ছে বাতি। তারা সুশিক্ষা শিক্ষিত হয়ে দেশ ও সমাজে আলো ছড়াবে এটাই আমরা আশা করি। আগামী দিনে শিক্ষার্থীরা দেশের জন্য আলো ছড়াবে যদি সঠিকভাবে আলো ছড়াতে না পারে তাহলে দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। আমি সকল শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুর জাহিদ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাজেদা বেগম। সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর কর্ণফুলী শিপইয়ার্ডের ব্যবস্থাপক মো. মহসিন মিয়া, সোনাকান্দা বড় জামে মসজিদের সহ-সভাপতি শফিউল আলম শামীম, বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিএনএন বাংলা টিভি জেলা প্রতিনিধি এস এম শাহিন আহমেদ, ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল্লাহ আলতাজ, সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম, মো. মাসুদ মোহাম্মদ সাইদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবকবৃন্দ।

দেশ ও জাতির কল্যাণে ও শিক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করেন সোনাকান্দা বড় মসজিদের ইমাম। উক্ত অনুষ্ঠানে পঞ্চম শ্রেণীর সমাপনী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

RSS
Follow by Email