শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে দেখিছিল কীভাবে ফিটনেসবিহীন যানবাহন ধরতে হয়: জব্বার
লাইভ নারায়ণগঞ্জ: লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি রং করে যুগের পর যুগ চলছে, অথচ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, প্রশাসনের উদাসীনতার কারণেই এমন অনিয়ম চলছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে পেশাদার গাড়িচালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ শেষে ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, “এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে ডাটাবেজ তৈরি করা হয়েছে, আমরা আশা করি এই শহরে আর কোনো লাইসেন্সবিহীন গাড়ি থাকবে না।” তিনি ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কীভাবে ফিটনেসবিহীন যানবাহন ধরতে হয়, অথচ প্রশাসন ও বিআরটিএ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
তিনি আরও বলেন, শুধুমাত্র শৃঙ্খলার অভাব ও অপরিকল্পিত নগর-পরিকল্পনার কারণে নারায়ণগঞ্জে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ যেতে ১০ মিনিটের রাস্তা ৪০ মিনিট বা ক্ষেত্রবিশেষে এক ঘণ্টাও লেগে যায়।
মাওলানা আবদুল জব্বার বলেন, শুধু চালক ও হেলপারদের পোশাক দিলেই হবে না, গাড়ি মালিকদেরও দায়িত্বশীল হতে হবে। তিনি চাষাঢ়া মোড়ে লেগুনা স্ট্যান্ডের কথা উল্লেখ করে বলেন, কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক পরিচয়ে ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকরা মানুষের সেবা দিতে গিয়ে নিজেদের পরিবারের সেবা করার সুযোগ পান না। তাই তাদের জন্য রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত।