শিক্ষার্থীদের প্রফেসর মোখতার, ‘যে কাজই করো, এক নম্বর হতে হবে’
লাইভ নারায়ণগঞ্জ: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিরেক্টর এন্ড প্রফেসর শায়েখ প্রফেসর মোখতার আহমাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যেই কাজটি তুমি করবে এক নম্বার হওয়ার জন্য করবে। ভালো মানুষের টাকা থাকলে গিয়াসউদ্দিন এডুকেশন মডেল কলেজ তৈরি করবে, আর খারাপ লোকের টাকা থাকলে একটা বার হাউজ, সিনামে হাউজ তৈরি করবে।
শনিবার (৪ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গিয়াস উদ্দিন এডুকেশন কমপ্লেক্স ভবনে আয়োজিত এ সভায় প্রধান আলোচকের বক্তব্য তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, পড়াশোনা শুধু চাকরি করার জন্য করবে না, পড়াশোনা করবে ভালো মানুষ হওয়ার জন্য। ভালো মানুষ হলে এই পৃথিবী তোমার কাছে আত্মসমর্পণ করবে ইনশাআল্লাহ। ভালো মানুষের টাকা দরকার আছে তোমরা রাজনীতিবিদ হও, তোমরা বিজ্ঞানী হও, তোমরা জ্ঞানী হও, তোমরা এডুকেশনিষ্ট হও, যেই দিকে যাবে এক নাম্বার হওয়া লাগবে।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রতিষ্ঠাতা, এম.এ হাসেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশন চেয়ারম্যান মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলন- গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, এম.এ হালিম জুয়েল, শিশির ঘোষ অমর, রাজিব আহমেদ ও রিফাত হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের শিক্ষক মোহাম্মদ ওবায়দুল্লাহ।