সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েশিক্ষাসদর

শিক্ষার্থীদের প্রতি উজ্জল ‘স্মার্ট নাগরিক হতে প্রস্তুত হও’

লাইভ নারায়ণগঞ্জ: শিশুবাগ বিদ্যালয় ও আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল বলেন, একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনায় বলা হয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড।

রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন, অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, সভ্য এবং অগ্রসর। তোমরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নাগরিক হতে প্রস্তুত হও।

RSS
Follow by Email