মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫
শিক্ষা

শিক্ষার্থীদের জাকির হোসেন ‘জীবনটাকে গঠন করার দায়িত্ব তোমাকেই নিতে হবে’

লাইভ নারায়ণগঞ্জ: জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, জীবনটাকে হেলায় নষ্ট করোনা। জীবনটাকে গঠন করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। কারন জীবনটা তোমার, সুতরাং বিপথে পা বাড়ীয়ে কখনো নিজেকে খারাপ পথে নিও না।

রবিবার (২৩ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।

মোহাম্মদ জাকির হোসেন বলেন শিক্ষা আমাদের জীবনে প্রয়োজন কিন্তু কোনটা, সেটা হচ্ছে সু-শিক্ষা, সাধারণ শিক্ষা আমরা নিতে চাই না। আমরা যে শিক্ষা গ্রহন করব সু-শিক্ষাটা গ্রহন করব। যে শিক্ষায় আদর্শ থাকবে, যে শিক্ষায় ন্যায়নিতি থাকবে, যে শিক্ষার মধ্যে গুরুজণদের সম্মান থাকবে। তাই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হও।

জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন।

জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম প্রধন, অভিভাবক সদস্য খসরুল আলম, মোবারক হোসেন, মনির হোসেন, সাইফুল ইসলাম ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফাতেহা খান প্রমূখ।

RSS
Follow by Email