শিক্ষার্থীদের গিয়াসউদ্দিন ‘আল্লাহর কাছে আমাদের কল্যাণকর জ্ঞান চাইতে হবে’
লাইভ নারায়ণগঞ্জ: এম.এ. হাশেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, পড়া-লেখার পরে কেউ ঘুষখোর হয় কেউ স্মাগলার হয় কেউ অসৎ হয়। আল্লাহর কাছে আমাদেরকে কল্যাণকর জ্ঞান চাইতে হবে।
রবিবার (১৬ মার্চ) বিকেলে গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স মসজিদে এম.এ হাসম ইয়াতুননেছা ফাউন্ডেশন পরিচালিত সকল স্কুল শিক্ষার্থীদের নিয়ে, পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগীতা ২০২৫ “সিজন-১” এ বিজয়ীদের পুরস্কার প্রদান এবং দোয় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, যেই জ্ঞান পাপে আকৃষ্ট করবে না, পরকালের কল্যাণকে ধ্বংস করবে না। যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে, সেই জ্ঞান আমাদের অর্জন করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে।
এসময় এম.এ হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশন পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শির্ক্ষীর্থীরা উপস্থিত ছিলেন।