শিক্ষার্থীদের উদ্দেশে মামুন মাহমুদ ‘শিক্ষার্থীদের হাতেই দেশের ভবিষ্যৎ’
লাইভ নারায়ণগঞ্জ: কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শিক্ষার্থীদের ‘আকাশ ছোঁয়ার মতো স্বপ্ন’ দেখতে হবে। তিনি বলেন, সমাজের পরিবর্তনে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্র রক্ষা ও রাষ্ট্র মেরামতের দায়িত্বও তাদের কাঁধেই থাকবে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের চুনকা পাঠাগার অডিটরিয়ামে জিনিয়াস স্টুডেন্ট ফোরাম আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, গত বছরের ২৪ জুলাইয়ের পরিবর্তন শিক্ষার্থীদের হাত ধরেই এসেছিল। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশপ্রেম নিয়ে ভাবার আহ্বান জানান। তিনি আরও বলেন, ধর্মীয়, নৈতিক ও পারিবারিক শিক্ষা ছাড়া প্রকৃত সুশিক্ষা অর্জন সম্ভব নয়।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “সুশিক্ষায় সুপ্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্র আপনাদের মনে রাখবে। জিনিয়াসরাই পারে জিনিয়াসদের মর্যাদা দিতে। আপনারাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।