শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে না.গঞ্জে শিক্ষাবিদদের কর্মশালা
লাইভ নারায়ণগঞ্জ: “শুধু ফলাফলমুখী শিক্ষা নয়, মানবিক গুণাবলী বিকাশেও শিক্ষা চাই” – এই স্লোগানকে সামনে রেখে, নারায়ণগঞ্জ সদর উপজেলায় শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন’র নির্দেশনায় সোমবার অনুষ্ঠিত এই কর্মশালায় শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির করণীয় নিয়ে আলোচনা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর গবেষণা কর্মকর্তা জনাব নুরুন্নেসা সুলতানা। কর্মশালায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সাদিয়া আক্তার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সুরাইয়া আশরাফীও বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক কলেজের প্রধানগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
কর্মশালায় শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার যথাযথ পরিবেশ সৃষ্টি, এবং আদর্শ শিক্ষক ও শিক্ষার্থী তৈরিতে বিদ্যমান বাধা ও তা থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্ক এবং প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন, যা শিক্ষার মানোন্নয়নে নতুন দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।