বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫
Led02রাজনীতি

শিক্ষাকে কাজে লাগাতে পারলে সেই শিক্ষার গুরুত্ব আছে: গিয়াসউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, মানবিক গুনাবলী যদি থাকে, আর যেই শিক্ষা আমরা অর্জন করলাম এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এই শিক্ষার গুরুত্ব আছে। শিক্ষা হচ্ছে জ্ঞান অর্জন করা, আর জ্ঞান অর্জন করার পর সেটাকে ব্যবহার করা। অর্জিত জ্ঞান দুইভাবে ব্যবহার করা যায়, একটা হলো ভালো পথে, আরেকটা হলো খারাপ পথে। এখন পছন্দ করে নিতে হবে সে এই জ্ঞান কোন পথে ব্যবহার করবে ভালো নাকি খারাপ। ভালো মানুষ হতে হবে, যে ভালো মানুষ হবে সে নিশ্চয়ই এ জ্ঞান ভালো পথে কাজে লাগাবে।

বুধবার (২৩ জুলাই) সকালে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ৪র্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাশফাকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফেইসবুকে সময় দেওয়ার চেয়ে তোমার মাকে সময় দেও বেশি, তোমার ভাইকে সময় দেও বেশি, তোমার বন্ধুকে সময় দেওয়ার চেয়ে তোমার বাবাকে সময় দেওয়া বেশি জরুরি। তোমরা জখন বাসায় যাও তোমার বাবা, মার দিকে তাকাবে দেখবে কতো ভালো লাগে। বাবা, মাকে জড়িয়ে ধরবা দেখবে ভালো লাগবে। ভালো মানুষ হতে হবে, ভালো অফিসার হওয়ার চেয়ে, ভালো পলিটিশিয়ান হওয়ার চেয়ে, ভলো ব্যবসায়ী হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটাই ইনপটেন, ভালো মানুষ হওয়াটাই অনেক বেশি ইনপটেন। আমাদের দেশে ভালো মানুষের অনেক অভাব, দায়ীত্বশীল মানুষ, একটা সুনাগরিক যে নিজেকে নিয়ে নিজে গর্ব করতে পারে। তোমার মধ্যে এই ভাবনাটা থাকতে হবে যে আমি নিজেকে নিজের আচরন, নিজের কাজ নিজের চিন্তা নিয়ে গর্ব করতে পারি সেই মানসিকতায় তৈরি হওয়া।

উক্ত অনুষ্ঠানের উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা।

সভায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধক্ষ্য মীর মোসাদ্দেক হোসেনের পরিচালানায় আরো উপস্থিত ছিলেন, আবুল হোসেন, শিষির ঘোষ অমর, রিফাত হোসেন, শিক্ষক আবু তাহের, আবু তালেব, উমর ফারুক, এইচএম ফারুক, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ ৪র্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আহবায়ক মনিরুল ইসলাম ও সদস্য সচিব আবু সুফিয়ান শুভ প্রমুখ।

RSS
Follow by Email