রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led03রাজনীতি

শাহ্ নিজামের নেতৃত্বে সাইনবোর্ডে ওসমানী অনুসারীরা

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমানের অনুসারীরা।নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজামের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী সাইনবোর্ড ও আশপাশের এলাকায় অবস্থান করছেন।

বিএনপির অবস্থান কর্মসূচিতে নামে ‘আগুন-সন্ত্রাস’ প্রতিরোধে ক্ষমতাসীন দলটির পক্ষ শনিবার দুপুর থেকে সাইনবোর্ড এলাকায় তাঁরা অবস্থান নেন বলে জানা যায়।

সেখানে বিকাল ৪টা পর্যন্ত থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম বলেন, ২৮ জুলাইয়ের কর্মসূচি সফল ভাবে বাস্তবায়ন করায় কুতুবপুর ইউনিয়নের নেতাকর্মীদের ধন্যবাদ দেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু রাজধানীর মাতুয়াইল, যাত্রাবাড়ীতে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের খবর পেয়ে আগুন-সন্ত্রাস প্রতিরোধ করার জন্য অবস্থান নেওয়া হয়। যাতে অন্তত নারায়ণগঞ্জের জনপ্রিয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানের এলাকায় মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে পারি।

তিনি বলেন, আমরা বিকাল ৪টা পর্যন্ত এখানে অবস্থান করবো।

শাহ্ নিজাম ছাড়াও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ব্যাপারী প্রমুখ।

RSS
Follow by Email