রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03রাজনীতি

শাহেদ সজলকে চ্যালেঞ্জ করে, বিশাল মিছিল নিয়ে কেন্দ্রীয় বিএনপি’র র‍্যালিতে সাগর প্রধান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহম্মেদকে চ্যালেঞ্জ করে বিশাল মিছিল নিয়ে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিএনপি’র র‍্যালিতে অংশ গ্রহন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় বিএনপির ওই র‍্যালি করেন তিনি। এর আগে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে প্রায় কয়েকশ নেতা কর্মী নিয়ে রাজধানীর নয়া পল্টণে অংশগ্রহন করেন মহানগর যুবদলের এই নেতা।

সাগর প্রধান বলেন, আজকে কেন্দ্রীয় বিএনপির আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে বিশাল জনসমুদ্র নিয়ে অংশ গ্রহন করেছি। দলের জন্য আমি রাজনীতি করি। ব্যাক্তি স্বার্থে জন্য কিছু লোক রাজনীতি করে। আদোতে তাদের দল নিয়ে কোন মাথা ব্যাথা নাই। মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহম্মেদের বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন অভিযোগ উঠেছে। তারা অযোগ্য মানুষকে পদ পদবী দিয়ে সংগঠন পরিচালনা করছেন। এতে করে যোগ্যরা পিছিয়ে পড়ছে। আমি এর নিন্দা জানাই। আজকে র‌্যালিতে আমার জনসমুদ্র তৈরী করা অংশগ্রহন, কেন্দ্রীয় নেতারা প্রসংসা করেছেন। আমি আগামী দিনের দলের জন্য নিঃস্বার্থে কাজ করে যেতে চাই। আমার আদর্শ থাকবে শহীদ রাষ্ট্রপতি সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের আদর্শের।

RSS
Follow by Email