সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03রাজনীতি

শামীম ওসমানের বক্তব্যে যা বললেন গিয়াসউদ্দিন

শামীম ওসমানের বক্তব্যের বিপরীতে সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন মুখ খুলেছেন। তিনি সাংসদের অমন বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, উনি (শামীম ওসমান) যে ভাষায় কথা বলেন। এসবের উত্তর দিতেও রুচিতে বাঁধে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাংসদ শামীম ওসমান কাউকে ইংগিত করে বলেন, ‘নারায়ণগঞ্জে ভালো লোকরা যখন ছিল তখন সহ অবস্থান ছিল। এখন খুনিরা এসে পড়েছে। বয়সে আমার শাশুড়ির সমান। বুড়া বয়সে ২৩ বছরের মেয়ে বিয়ে করেছেন। আপনার বউ এর নামও বলতে পারি, কোন এলাকায় থাকেন সেটাও জানি। রাজনীতিটাকে নষ্ট করবেন না। পুলিশ ধরে না দেখে ভাববেন না আপনারা কোথায় আছেন জানি না। বাড়িঘর কই সবই জানি।’

শামীম ওসমানের অমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে সাবেক সাংসদ গিয়াসউদ্দিন বলেন, ‘আমি আমার স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে বসে হার্ড ড্রিঙ্ক করি না, ধুমপানও করি না। আমার সন্তানরা চাঁদাবাজি, সন্ত্রাসী, খুনখারাবিও করে না। খুনের দায়ে অভিযুক্ত হওয়ার পরও প্রশসানকে ব্যবহার করে খুনের দায় থেকে তাদের রক্ষা করার চেষ্টাও করি না।’

তিনি আরও বলেন, ‘আমাদের পরিবার, সাধারণ পরিবার। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে। এ কারণে যদি কেউ আমাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে, আমাদের ব্যক্তি ও পারিবারিক জীবন নিয়ে কুৎসা রটায় এবং কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, এসব বক্তব্যের প্রত্যুত্তর দেওয়ার রুচিবোধও আমাদের নেই।’

বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আরও বলেন, ‘নারায়ণগঞ্জবাসী আমাদের পরিবার সম্পর্কে অবগত আছেন। তারা জানেন আমাদের অবস্থান সম্পর্কে।’

RSS
Follow by Email