শামীম ওসমানের প্রচেষ্টার সেই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের বিল পাশ
লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘদিন ধরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেলিন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
অবশেষে বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়ের বিলটি পাশ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির পক্ষে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজ জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন।
এর আগে, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বিলটির ওপর দেয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন।
বিলটি সম্পর্কে শিক্ষা উপমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় পেশাগত দক্ষতা উন্নয়নে অগ্রসরমান বিশ্বের সাথে সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নারায়ণগঞ্জ জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।