বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
Led03রাজনীতিসিদ্ধিরগঞ্জ

শামীম ওসমানসহ ১৫৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা

লাইভ নারায়ণগঞ্জ:জুলাই আন্দোলনে মো. সাব্বির (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১৫৬ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত । একই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২০-৩০ নেতাকর্মীকে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম লাইভ নারায়ণগঞ্জকে জানান, গত ২ জানুয়ারি আদালতের নির্দেশে মামলাটি দায়ের করা হয়েছে।

এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিসহ নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জেলার ব্যক্তিরা।

গত ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: নূর মহসিনের আদালতে মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মো: সাব্বির। আদালত মামলাটি আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মো: সাব্বির গত বছরের ২৫ জুলাই দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে শান্তিপূর্ণ মিছিল চলাকালীন সময়ে শামীম ওসমানের নির্দেশে তাদের দলীয় সন্ত্রাসীরা তাকেসহ ছাত্র-জনতার ওপর হামলা শুরু করে। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির পর ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এ ঘটনায় কয়েকজন ছাত্র-ছাত্রী ও নিরীহ জনতা গুলিবিদ্ধ হন। এর একপর্যায়ে মামলার সাব্বিরের পিঠে গুলিবিদ্ধ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাকে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন ও মিছিলে থাকা লোকজন সাব্বিরকে উদ্ধার করে নারায়ণঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

RSS
Follow by Email