শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫
Led03রাজনীতি

শামীম ওসমানকে ইঙ্গিত করে জামায়াতের আমির ‘গোলাম আজমকে নিষিদ্ধ করেছিলো, আজকে তিনি কোথায়’

লাইভ নারায়ণগঞ্জ: সাবেক এমপি শামীম ওসমানকে নারায়ণগঞ্জের গডফাদার উল্লেখ করে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বছেলেন, অনেক আগে একজন দুর্ধর্ষ লোক মহাসড়কের পাশে একটি ব্যানারে লিখেছিলেন, ‘নারায়ণগঞ্জে অমুকের প্রবেশ নিষিদ্ধ’। নারায়ণগঞ্জের গডফাদার কোথায়? গডফাদার একটি সভায় ডিসি-এসপিকে উদ্দেশ করে বলেছিলেন, ‘আমার নামে অগ্রিম মামলা করে রাখেন। আমি অধ্যাপক গোলাম আযমকে হত্যা করতে চাই।’

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ফতুল্লার ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে, নারায়ণনগঞ্জ জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীদের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে থাকা অবস্থায় তিনি (গোলাম আজম) দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু গডফাদারের সুযোগ হয়নি তাকে খুন করার। এই অধ্যাপক গোলাম আজমকেই তিনি নিষিদ্ধ করেছিলেন। যে ভাই নিষিদ্ধ করেছিলেন আজকে তিনি কোথায়? অহংকার ভালো জিনিস নয়। তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়। দুনিয়াতেই করুণ পরিণতি ভোগ করতে হয়। আজ সেই গডফাদার কোথায় আছেন। নারায়ণগঞ্জবাসী যুগ যুগ ধরে কষ্টে আছেন। নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রেখেছিল।

তিনি আরও বলেন, গর্ব-অহংকার করতে নাই, দাম্ভিকরা দেখাতে নাই, ক্ষমতার ছরি ঘোরাতে নাই, মানুষকে খুন করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, তাদের লালন করতে নাই। এই কাজগুলো যারা করে দুনিয়াতে তারা করুণ পরিণতি ভোগ করেন এবং আখিরাতের আদালতেও আল্লাহ তাদের শূলে চড়াবেন। দাম্ভিকতা পরিহার করুন, তওবা করুন। আগে মানুষ হন তারপর মুমিন হন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জনসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণ আমির নূরুল ইসলাম বুলবুল, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা আমির মমিনুল হক সরকার ও মহানগরী আমির মুহাম্মদ আবদুল জব্বার, নারায়ণগণ্য জেলা শিবিরের সভাপতি আবু সুফিয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email