শুক্রবার, মে ১৬, ২০২৫
Led02অর্থনীতি

শান্তিপূর্ণ বিকেএমইএ নির্বাচন দৃষ্টান্ত, রপ্তানি বৃদ্ধিতে ঐক্যের ডাক নবনির্বাচিত সভাপতি হাতেমের

লাইভ নারায়ণগঞ্জ: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত বোর্ডের সদস্য ও বিকেএমইএ’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত বিকেএমইএ’র নির্বাচন দেশের অন্যান্য বাণিজ্য সংগঠনের জন্য একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে অন্যান্য নির্বাচনগুলোতেও ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাবে।

বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫-২৭ মেয়াদের অফিস বেয়ারার্স পদে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন শেষে এক সভায় নবনির্বাচিত তিনি এসব কথা বলেন।

বিকেএমইএ’র সদস্যদের উদ্দেশ্যে মোহাম্মদ হাতেম বলেন, বিকেএমইএ পরিচালনার ক্ষেত্রে বিগত দিনে আপনাদের সহযোগিতা ছিল। সামনেও আপনাদের সহযোগিতা আমি কামনা করব। আপনারা জানেন বিগত সময়ে ব্যবসায়িক পরিস্থিতিতে আমরা কঠিন একটা সময় পার করেছি। অনেক চড়াই-উতরাই আমরা এই সেক্টরটাকে টিকিয়ে রেখেছি। আমরা মনে করি আগামী দিনে বিকেএমইএ, বিজেএমইএ ও বিটিএমএসহ রপ্তানিমুখী যে অ্যাসোসিয়েশনগুলো রয়েছে, সবাইকে সাথে নিয়ে এই দেশের অর্থনীতি সমৃদ্ধিতে সামনের দিকে এগিয়ে যাব। সরকারের সাথে পলিসি নির্ধারণে আমরা একসাথে কাজ করব। আমরাও আশা করব অন্যান্য সংগঠনগুলো আমাদের সাথে এক হয়ে কাজ করবে।

তিনি বলেন, আমাদের ব্যাংকিং খাতে অনেক ধরনের সমস্যা চলছে। এনবিআর, ভ্যাট ও কাস্টমস—এই তিনটা ডিপার্টমেন্টেই আমাদের নানা রকম সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো আমরা একসাথে মিলে কাজ করব। এনবিআর-এর প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা আমাদের অনেক কাজ করছে। এছাড়া আমাদের ব্যাংকিং খাতে বর্তমানে সংকট চলছে, আমাদের প্রতিবেশী দেশ ভারতে রপ্তানিতে অগ্রাধিকার দেওয়ার জন্য নানা রকমের ফ্যাসিলিটি দিচ্ছে। সরকার বিভিন্ন প্যাকেজ ঘোষণা করে স্থানীয় উদ্যোক্তা ও বিদেশিদের আহ্বান করছে। আবার বিপরীত দিকে যদি আমরা দেখি বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় থেকে যে পলিসিগুলো হচ্ছে, আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে যে পলিসি ছিল, সেগুলো ম্যাক্সিমাম প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করি বর্তমান সরকার আমাদের এই সেক্টর টিকিয়ে রাখার জন্য ও আমাদের রপ্তানি বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্রুততার সাথে যে পলিসিগুলো দরকার সেগুলো সরকার করবে।

মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে যে সরকার, ইতোমধ্যে আমাদের আস্থা অর্জন করতে পেরেছেন, জনগণের আস্থা অর্জন করতে পেরেছেন। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে টেলিপলিসি হয়েছে, সেটা খুব দ্রুততার সাথে হয়েছে। এই সরকারের বাণিজ্য উপদেষ্টাকে আমরা স্পেশালি ধন্যবাদ জানাই। কারণ ভারত যখন আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল, তখন দ্রুততার সাথে তার বিকল্প একটা ব্যবস্থা আরও সাশ্রয়ী মূল্যে ব্যবস্থা করে দিয়েছেন তার একান্ত প্রচেষ্টায়। সেজন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি জ্বালানি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, কারণ গ্যাস সংকট যখন চরমে তারাও তখন ত্বরিত ব্যবস্থা নিয়েছিলেন। তারা যে ব্যবস্থা নিয়েছেন এতে আমাদের কিছুটা হলেও গ্যাস সংকট লাঘব হবে। উনারা যথেষ্ট আন্তরিক, বাংলাদেশ পোশাক শিল্পের পক্ষ থেকে ও সকল শিল্পের পক্ষ থেকে উনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারের সকল পর্যায়ের ব্যক্তিবর্গকে যারা আমাদের পোশাক শিল্পকে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করে যারা সহযোগিতা করেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকে আমরা অনুরোধ করব আপনারা বিগত দিনে যে ফ্যাসিলিটিগুলো প্রত্যাহার করেছেন সেগুলো সচল রাখবেন। আপনাদের কাছে এই প্রত্যাশা থাকবে। সর্বশেষ আমি আমার মেম্বার ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি—যারা আমাদের এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার সাথে যুক্ত ছিলেন।

RSS
Follow by Email