শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫
ধর্মসদর

শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিত করতে ফতুল্লার বিসর্জন ঘাট পরিদর্শনে ইউএনও

লাইভ নারায়ণগঞ্জ: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তদারকি করতে ফতুল্লার নদীর পাড়স্থ বিসর্জন ঘাটসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা নাছরিন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি ফতুল্লার গরুর হাট সংলগ্ন নদীর তীরবর্তী প্রতিমা বিসর্জন ঘাট সহ লালপুর শ্রী শ্রী কালিমন্দির এবং আশপাশের আরও কয়েকটি মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি মণ্ডপ কমিটির সদস্যদের সাথে কথা বলেন এবং নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার, ফতুল্লা মো. আসাদুজ্জামান নুর, অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, পাগলা শ্রী শ্রী লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবু দাস, সাংবাদিক ও কলামিস্ট রনজিত মোদক, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম. রফিকুল্লাহ রিপন, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার কাজী মাঈনুদ্দিন আহমেদ, সংরক্ষিত মহিলা মেম্বার উম্মে তাহেরা, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. সাগর সিদ্দিকী প্রমুখ।

RSS
Follow by Email