সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
Led05ক্রীড়া

শহীদ স্মৃতি একাডেমি কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বন্ধন ফুটবল কো. সেন্টার

# আজকের কিশোর খেলোয়াররাই দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে: ফুটবলার সাবিনা খাতুন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে চব্বিশের শহীদ স্মৃতি একাডেমি কাপ অনূর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হয়েছে বন্ধন ফুটবল কোচিং সেন্টারের কিশোর খেলোয়াররা। বঙ্গবীর সংসদকে ৩-০ গোলে হারিয়ে বিজয় অর্জন করেন বন্ধন ফুটবল কোচিং সেন্টার। বুধবার (২০ নভেম্বর) বিকেলে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। বাংলাদেশ সাফ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামান বিজয়ীদের হাতে ট্রাফি তুলে দেন।

মডেল গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং নারায়ণগঞ্জ জেলা শিশু কিশোর ঐক্যজোট‘র আয়োজনে এই টুর্নামেন্ট শুরু হয়। ২৮ অক্টোবর থেকে গ্রুপভেদে একাধিক ম্যাচের মাধ্যমে এই টুর্নামেন্ট‘র বিভিন্ন পর্ব শেষে ফাইনালিস্ট হন বন্দর ফুটবল কোচিং সেন্টার ও বঙ্গবীর সংসদ । চারটি গ্রুপে নারায়ণগঞ্জের ১৮ টি ফুটবল একাডেমির খুদে খেলোয়াররা টুর্নামেন্টে অংশ নেয়।

সাবেক জাতীয় ফুটবলার ও টুনার্মেন্ট কমিটির আহ্বায়ক সম্রাট হোসেন এমিলি টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফুটবল কোচ ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব খলিলুর রহমান দোলন।

অনুষ্ঠানে জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়ার সাবিনা খাতুন বলেন, সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করা আমি সকল আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সাথে যারা আজকে খেলা দেখতে এসে কিশোরদের উদ্বুদ্ধ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা সবসময় কিশোরদের খেলায় উদ্বুদ্ধ করবেন। খেলায় হার-জিত থাকবেই। তবে মনোবল হারালে চলবে না। একটি জেলায় এতগুলো ক্রীড়া একাডেমি আছে সেটা ভালো ব্যাপার। যারা একাডেমির দায়িত্বে আছেন তাদের বলবো, বাচ্চাদের সঠিকভাবে পরিচর্যা করুন। খেলোয়ারদের মধ্যে যে ডেডিকেশন আছে তা চোখে লাগার মতো। আজকের কিশোর খেলোয়াররাই দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার রেজাউল করিম লিটন, সাবেক ক্রিকেটার শাহারিয়ার হোসেন বিদ্যুৎ, সাবেক ফুটবলার আজমল হোসেন বিদ্যুৎ, ফুটবলার ওয়ালী ফয়সাল, সুলতান আহমেদ, শহীদ হোসেন স্বপন। আরও উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন‘র জেলা সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন‘র সভাপতি ফারহানা মানিক মুনাসহ অনেকে।

RSS
Follow by Email