শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
Led02ক্রীড়া

শহীদ রিয়া গোপ স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার হলেন না.গঞ্জের পাপ্পু

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: যে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সবুজ গালিচা আন্তর্জাতিক ক্রিকেটের সাক্ষী, যে মাঠ একসময় বাংলাদেশের ক্রিকেট মানচিত্রে উজ্জ্বল স্থান দখল করে ছিল— সেই ঐতিহ্যের দায়িত্বভার এবার তুলে দেওয়া হলো নারায়ণগঞ্জের সোহেল হোসেন পাপ্পুর হাতে। জেলার কৃতী সন্তান পাপ্পুকে ফতুল্লা স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই নিয়োগের মাধ্যমে কেবল স্টেডিয়ামটিই নয়, বরং নারায়ণগঞ্জের ক্রিকেটও পেল নতুন এক অভিভাবক। তিনি সিনিয়র এক্সিকিউটিভ (ই১) গ্রেডে বিসিবির গ্রাউন্ডস বিভাগের অধীনে এই গুরুদায়িত্ব পালন করবেন।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী কর্তৃক গত ৩০ সেপ্টেম্বর স্বাক্ষরিত এই নিয়োগপত্রটি ২১ সেপ্টেম্বর গৃহীত বোর্ডের নোট শিট অনুযায়ী অনুমোদিত হয়।

নতুন দায়িত্ব গ্রহণের পর সোহেল হোসেন পাপ্পু তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “নারায়ণগঞ্জের প্রথম কোনো সন্তান হিসেবে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত। আমি দায়িত্ব গ্রহণের পর আগের মতো ক্রিকেট খেলার পরিবেশ ও আমেজ নিয়ে আসব।” স্টেডিয়ামের অতীত গৌরবের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, “২০১৬ সালে সর্বশেষ এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। আমার লক্ষ্য থাকবে, দ্রুত এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করে গড়ে তোলা।”

নিয়োগপত্র অনুযায়ী, ভেন্যু ম্যানেজার পাপ্পুর চাকরির মেয়াদ শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। তাঁর প্রাথমিক চুক্তিটি এক বছর মেয়াদি, যা ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সাল পর্যন্ত বহাল থাকবে। তবে উভয় পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই চুক্তির মেয়াদ পরবর্তীতে নবায়ন হতে পারে।

চুক্তির অন্যতম শর্ত হলো, ভেন্যু ম্যানেজার পাপ্পু বছরে সর্বোচ্চ দুটি উৎসব বোনাস পাবেন, যা তাঁর মাসিক মোট বেতনের ৫০ শতাংশ করে হবে। ছুটির ক্ষেত্রে তিনি বছরে সর্বোচ্চ ৩০ দিন অর্জিত ছুটি এবং ১৪ দিন অসুস্থতাজনিত (হাসপাতালে ভর্তি হলে) সবেতন ছুটি ভোগ করতে পারবেন। এছাড়া প্রচলিত সরকারি ছুটিগুলোও বোর্ডের সুবিধা অনুযায়ী প্রযোজ্য হবে।

নিয়োগপত্রে চুক্তি বাতিলের শর্তও স্পষ্ট করা হয়েছে। চুক্তি অনুযায়ী, উভয় পক্ষই অন্য পক্ষকে কমপক্ষে ৩০ দিন আগে লিখিত নোটিশ প্রদান করে অথবা নোটিশের পরিবর্তে সমপরিমাণ অর্থ পরিশোধ করে কোনো কারণ ছাড়াই এই চুক্তি বাতিল করতে পারবে। বিসিবি কর্তৃপক্ষ আশা করছে, সোহেল হোসেন পাপ্পু তাঁর নতুন ভূমিকায় ফতুল্লার স্টেডিয়াম পরিচালনায় দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেবেন। এই নিয়োগের অনুলিপি বিসিবির গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান, অর্থ কমিটি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও আর্থিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ, সোহেল হোসেন পাপ্পুর নারায়ণগঞ্জ ক্রিকেটে উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি আন্ডার ফোরটিনে (অনূর্ধ্ব-১৪) নারায়ণগঞ্জ থেকে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন এবং বাংলাদেশ ক্রিকেটেও তিনি বিভিন্ন পর্যায়ে অবদান রেখেছেন।

RSS
Follow by Email