শহীদ রিয়া গোপ স্টেডিয়ামের সামনে থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে এক অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) ভোর ৬টায় পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন।
তিনি জানান, উদ্ধারকৃত যুবকের পরনে কালো গেঞ্জি ও কালো ফুল প্যান্ট ছিল। তার দুই হাতে ও গলায় বাঁধাধরার দাগ এবং ডান চোখ আঘাতের কারণে ফোলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও যুবকটিকে হত্যা করে স্টেডিয়ামের সামনের সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডি কাজ করছে। পরিচয় পাওয়া গেলে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে। প্রথামিক ভাবে এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতী চলছে।