বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Led03রাজনীতি

শহীদ রবিউল স্মরণে রবিবার সভা, থাকবেন জাসাস‘র সানি

লাইভ নারায়ণগঞ্জ: রবিবার শহীদ রবিউল দিবস। স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের নির্যাতনে নিহত হন কিশোর রবিউল আউয়াল (১৪)। ১৯৯০ সালের ২৭ নভেম্বর ক্ষমতাসীন জাতীয় পার্টির সরকার সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা করে। এর বিরুদ্ধে নারায়ণগঞ্জের আপামর জনতা, ছাত্র ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলকে ছত্রভঙ্গ করতে ১ ডিসেম্বর সন্ধ্যার দিকে দুই নম্বর রেল গেটের কাছে মিছিল জড়ো হয়। এসময় পুলিশ মিছিলের দিকে গুলি ছোড়ে। গুলিতে মিছিলের সামনে থাকা কিশোর রবিউল আহত হয়। আহতাবস্থায় রবিউলকে থানায় নিয়ে অমানুষিক নির্যাতন করে পুলিশ। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে রবিউল।

আগামীকাল (রবিবার) তার স্মরণে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন ভবনের সামনে এক সভা অনুষ্ঠিত হবে। রবিউল শহীদ দিবস স্মৃতি সংসদ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি।

মৃত্যুর পূর্বে রবিউলকে কোলে নিয়েছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি। রবিউলের শেষ সময়ের কথা নিয়ে তিনি লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ১৯৯০ সালের পহেলা ডিসেম্বর গণ আন্দোলনের সময়ে ২নং রেল গেটের সামনে রবিউল গুলিবিদ্ধ হয়। আমার বুকেই রবিউল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। আমরা এখনও ওর চেহারা মনে পড়ে। ওর কথা মনে পড়লে আমারা বেদনা, কষ্টের শেষ নেই। রবিউলের কথা আমার এখনও মনে পড়ে। রবিউলের পরিবারকে আমরা পর্যাপ্ত সহযোগিতা করেছি। রবিউলের পরিবারের সদস্যরা রবিউল শহীদ দিবস স্মৃতি সংসদ ব্যানারে অনুষ্ঠানের আয়োজন করেছে। তাদের দাওয়াতে আগামীকাল সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবো।

RSS
Follow by Email